ট্রয়ের হেলেন-Helen Of Troy
ট্রয়ের হেলেন

বিখ্যাত ট্রয় নগরী ধ্বংসের জন্য অনেকেই হেলেনকে দায়ী করে। ট্রয়ের রাজা প্রিয়ামের পুত্র প্যারিসের সাথে হেলেনের প্রনয় ট্রয় নগরী ধ্বংসের অন্যতম কারন হিসেবে বিবেচনা করা হয়। আবার অনেকে সুন্দরী রমনীর উপমা হিসেবে হেলেনের নাম ব্যবহার করে থাকেন। মহাকবি হোমারের "ইলিয়াড" মহাকাব্যে হেলেনকে অলিম্পাস রাজা জিউস ও টিনডারিউস পত্নী লেডার কন্যা হিসেবে বিবেচনা করা হয় যদিও অনেকের মতে হেলেন দেবতা জিউস ও প্রতিহিংসার দেবী নেমেসিস এর কন্যা। এই নেমেসিস এর পরিচয় আমরা নুরুল মোমেনের "নেমেসিস"(১৯৪৫) নাটকেও পাই।এ বিষয়ে সন্দেহ নেই যে হেলেনের জন্ম হয় ডিম থেকে কারণ কথিত আছে দেবরাজ জিউস লেডার সাথে মিলিত হয়েছিলেন রাজহংস রুপে। তার অন্য এক বোন ক্লাইটেমেনস্ট্রার বিয়ে হয় রাজা আগামেমনোনের সাথে। আগামেমনোনের ভাই মেনেলাসের সাথে রাজা টিনডারিউস হেলেনের বিয়ে দেন। পরবর্তীতে প্যারিস মেনেলাসের রাজপ্র্যাসাদ হতে হেলেনকে প্রেমের ডোরে আবদ্ধ করে নিজ দেশ ট্রয়ে নিয়ে যায়।
অপহৃত রানী হেলেনকে উদ্ধারের* জন্য আগামেমনোনের নির্দেশে গ্রীসের সমগ্র প্রদেশের রাজা ট্রয় অভিমুখে যাত্রা করে। মহাকবি হোমারের "ইলিয়াড" মহাকাব্যে আমরা এই যাত্রার কিছুটা বর্ণনা পাই। এরপর দীর্ঘ দশ বছর চলে এই রক্তক্ষয়ী ট্রয় যুদ্ধ। ট্রয়বীর হেক্টরের মৃত্যু আর একিলিসের বীরত্ব গাথা আজও গীত হয় কবি- সাহিত্যিকদের লেখায়।ট্রয় নগরী ধ্বংস হলে এবং প্যারিসের মৃত্যুর পর হেলেনের বিয়ে হয় প্যারিসের অন্য ছোট ভাই ডেইফোবাসের সাথে। পরবর্তীতে সুন্দরী হেলেন রাজা মেনেলাসের সাথে পুনরায় গ্রীসে ফিরে গিয়ে বাকি জীবন মেনেলাসের সাথে কাটায়।ট্রয় নগরী ধ্বংসের জন্য হেলেনের সাথে প্যরিসকেও দায়ী করা হয়। প্যারিসের দুর্ভোগের জন্য কলহের দেবী এরেস আর অলিম্পাসের দেব-দেবীরাও কম দায়ী নয়।
Related Posts
QUICK LINKS
Popular Posts
© SUMMARY HUNTER 2019 . Powered by SH